শুরু হতে না হতেই শেষ বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৬:৪৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪
বাংলাদেশ–ভারত ম্যাচের টিকিট বিক্রি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, অনলাইনে বিক্রির শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই ১৮ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় টিকিট বিক্রি শুরু হয়। এত অল্প সময়ে টিকিট বিক্রির ঘটনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই প্রথম। দেশের অন্য কোনো ক্রীড়া ইভেন্টেও এভাবে দ্রুত টিকিট শেষ হওয়ার নজির নেই।
এই ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম আগের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়। স্টেডিয়ামের অন্যান্য আসনের টিকিটের দামও সমানুপাতিকভাবে বেড়েছে। তবুও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। খেলা অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, রাত ৮টা থেকে।
বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল জামালরা। এরপর হংকং ও চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করে দলটি। তবে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ও অন্য এক ম্যাচে ৩-৪ গোলে হারের তিক্ত অভিজ্ঞতাও আছে লাল-সবুজদের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত