নেপালকে হারিয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০১ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬
আগের ম্যাচে ৯৬ রানে ফিরেছিলেন সাজঘরে। ৪ রানের আক্ষেপটা আজ নেপালের বিপক্ষে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে পূরণ করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে যুব এশিয়া কাপের এবারের আসরে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
আজ সোমবার দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই অলআউট করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল।
১৩১ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ২৮ রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রিফাত বেগ। এর পরের বলেই রান আউটের ফাঁদে কাটা পড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তাতেই কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর আবরার ও কালাম সিদ্দিকির ৯২ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় টাইগার যুবারা। কালামের ব্যাট থেকে এসেছে ৩৪ রান।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল নেপালের যুবারা৷ ওপেনিং জুটিতেই এসেছিল ৪০ রান৷ তবে এর পর থেকেই শুরু হয় ব্যাটিং ধস। মোহাম্মদ সবুজের বোলিং তোপে পরের ৪৪ রান তুলতেই ৬ উইকেট হারায় নেপাল।
শেষে আশিস লুহার ও অভিষেক তিওয়ারির ৩৮ রানের জুটিতে ভর করে ১৩০ রান তোলে নেপাল। দলটির মাত্র ৪ জন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৭ রান খরচ করে ৩ উইকেট নেন সবুজ। তার সতীর্থরাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক তামিম নিয়েছেন ২টি করে উইকেট।
এই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়েই রাখলো বাংলাদেশ। 'বি' গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান হারলেই সেমিতে উঠবে তামিমের দল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত