শীতার্তদের মাঝে মোংলা বন্দরের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ২১:০৬ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭
বাগেরহাটে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সামনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময়, বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন), মোঃ শাহীনুর আলম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদীসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময় গরীব-অসহায় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় অসহায় যেসব শীতার্ত মানুষের শীতবস্ত্র ক্রয়ের সামর্থ নেই তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত