শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১০:১৬ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
বগুড়ার আদমদীঘিতে মাত্র ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আনোয়ার হোসনে (৫০) নামরে এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ওই শিশু কন্যার বাবা বাদী মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নশরপুর ইউনিয়নের ডুমরীগ্রামের ১০ বছরের এক শিশুকন্যা গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাঠে ছাগল চড়াতে যায় । এসময় একই গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে লম্পট আনোয়ার হোসেন ওই শিশুটিকে টাকার লোভ দেখিয়ে সরিষার ক্ষেতে নিয়ে যেতে চায়। কিন্তু শিশুটি যেতে না চাইলে জোড়পূবক ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকারে পাশের ক্ষেতে থাকা ওই শিশুটির আপন চাচা এগিয়ে এলে লম্পট আনোয়ার হোসেন পালিয়ে যায়। এ নিয়ে গ্রামে বৈঠক বসলেও ঘটনার মিমাংসা না হওয়ায় অভিযুক্ত লম্পট আনোয়ারের শাস্তির দাবীতে ওই শিশুটি বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, শিশুর বাবা বাদী হয়ে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত