শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবাদ করায় মাকে মাথা ফাটালো দুর্বৃত্ত  

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১৮:১০ |  আপডেট  : ৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৩

১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টা ও এর প্রতিবাদ করায় শিশুর মাকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। লৌহজং উপজেলার মেদিনী ম-ল ইউনিয়নের মাওয়ায় এ ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকালে এক দিনমজুরের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে বিদ্যালয় শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নুরু (৫৫) নামের এক ব্যক্তি শিশুটিকে একা পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরে জোর করে একটি ফাঁকা ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। বাড়ি গিয়ে তার মাকে সব খুলে বলে। পরে সন্ধ্যায় নুরুকে ডেকে এনে ভুক্তভোগী শিশুর মা তার মেয়ের সাথে কেন এমন করা হয়েছে জিজ্ঞাসা করা হলে দুজন বাকবিত-ায় জড়ায়। এরপর নুরু চলে যায়। পরে রাত ৮টার দিকে অভিযুক্ত নুরু তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাড়িতে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় শিশুটির ভাইবোনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এছাড়া নুরু ক্রিকেট ¯ট্যাম্প দিয়ে শিশুর মায়ের (৪৪) মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় আহত মাকে পাশের শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় শিশুর মায়ের মাথায় ১০টি সেলাই  লেগেছে। এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু নুরুর অনুসারী বখাটেরা মামলা না করার জন্য ভুক্তভোগী শিশুর মা-বাবাকে হুমকি দিচ্ছে। বুধবার ভুক্তভোগী শিশুর বাড়িতে গেলে সাংবাদিকদের আসার খবরে আশপাশের অনেক নারী ছুটে আসেন। তাদের অভিযোগ, এই নুরু অনেক খারাপ প্রকৃতির লোক। সে শিশুদের লালসার শিকার বানাতে চায়। এর আগে ৩-৪টি শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে। বখাটে নুরু এলাকায় সন্ধ্যার পরে অন্ধকারে লুকিয়ে থাকে। মেয়ে মানুষ দেখলে অশ্লীল অঙ্গভঙ্গি করে। কেউ প্রতিবাদ করলে নুরুর পক্ষ হয়ে স্থানীয় বখাটেরা নারীদের পরিবারকে হুমকি দেয়। জানা যায়, শিশুর মা-বাবা মাওয়া এলাকায় প্রায় ২০ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছে। তাদের বাড়ি বাগেরহাট জেলায়। ভুক্তভোগী শিশুর মা বলেন, আমরা গরীব বলে কি শুধু মার খাবো, কোনো বিচার পাবো না? পদ্মা সেতু উত্তর থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মামলা করতে চাইলে আমরা নিবো। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত