তেতুলিয়া মহাসড়কের আশপাশে হতে পাথর ও বালু সরানোর উদ্যোগ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১৮:২২ |  আপডেট  : ৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো  পিকনিক কর্ণার সংলগ্ন এলাকা হতে বাংলাবান্ধা পর্যন্ত মহাসড়কের দুইপাশে স্তুপকৃত বালু,  পাথরসহ  অন্যান্য নির্মাণ সামগ্রী অপসারণের লক্ষ্যে  শুক্ররবার তেঁতুলিয়া  উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়, সড়ক ও জনপথ বিভাগ, পঞ্চগড়, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড় ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।  তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার অভিযানে নেতৃত্ব প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর,  পঞ্চগড় কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ুদূষণ ও দূর্ঘটনা প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কাল শনিবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আবারও অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত