শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, লম্পট আটক   

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১ মে ২০২২, ২০:৪৩ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৫০

বগুড়ার নন্দীগ্রামে ১০ বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টা ঘটনায় এক লম্পটকে আটক করে স্থানীয়রা। জানা গেছে, রবিবার (১ মে) বেলা দেড়টারদিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের বেড়াগাড়ীপাড়ার মোজাহার আলীর ছেলে সায়েদ আলী (৫০) পাশের বাড়ির এক শিশুকন্যাকে নুরুল ইসলামের পরিত্যক্ত রাইস মিলের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুকন্যা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারসহ লম্পট সায়েদ আলীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সায়েদ আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ওই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত