শিমুলীয়া-বাংলাবাজার রুটে ঢাকামুখী যাত্রীর সাথে বেড়েছে দক্ষিনাঞ্চলমুখী যাত্রী চাপ  

   শফিক স্বপন, মাদারীপুর : 

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৬:৩৪ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮

কঠোর লকডাউনের ৮ম দিনে  বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের চাপ রয়েছে। এদিনও ঢাকামুখী যাত্রীর পাশাপাশি দক্ষিনাঞ্চলমুখী যাত্রীদের চাপ রয়েছে। ফেরি চলাচল আগের তুলনায় সীমিত করায় গাদাগাদি করে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন। ৬ টি ফেরি চলছে । লঞ্চসহ অন্যান্য নৌযান বন্ধ রয়েছে। ফেরিতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোন লক্ষন নেই।  

এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে দুই ও তিন চাক্কার যানবাহনে দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে পৌছাচ্ছেন ও ঘাট থেকে বিভিন্ন গন্তব্যে পৌছাচ্ছেন। যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে বরিশাল, পটুয়াখালী, খুলনা,ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে মটরসাইকেল, ঈজিবাইক, থ্রীহুইলারসহ হালকা যানবাহনে চড়ে ঘাটে আসছেন। একইভাবে যাত্রীরা ঘাট থেকে দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে পৌছাচ্ছেন। নানান অজুহাতে যাত্রীরা ছুটছেন। 

এদিকে বৃহস্পতিবার বৈরি আবহাওয়ার কারনে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কয়েকশ পন্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত