শিমুলিয়া লঞ্চঘাটের পদ্মায় যাত্রীর লাশ উদ্ধার

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১ মে ২০২২, ১৯:৫৮ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৪১

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় শেখ আশরাফুল আলম মিঠু নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

মাওয়া নদী বন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, ধারনা করা হচ্ছে পদ্মা পারাপার হওয়ার সময় কয়েকদিন আগে লঞ্চ বা স্পিডবোট উঠার সময় আশরাফুল আলম মিঠু নামের এই ব্যক্তি পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছিল। রোববার দুপুর পৌনে ১২ টার দিকে শিমুলিয়া ঘাটের লঞ্চ টার্মিনালের বিপরীত দিকে পদ্মায় লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়।  তার নাম মো. আশরাফুল আলম মিঠু (৬৩),  পিতা-ছারোয়ার জান, মাতা-শেরিনা বেগম,  হোল্ডিং নম্বর-৪/৪ গ্রাম-সবুজবাগ আবাসিক এলাকা, সোনাডাঙ্গা,  খুলনা-৯১০০।
তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর-৩২৫ ১২৮ ৯০৯০। 

মাওয়া নদী বন্দর কার্যালয়ের ওবায়দুল করিম খান জানান, মৃত ব্যক্তির শরীর পচন ধরায় গলিত লাশ উদ্ধার করায় ধারণা করা হচ্ছে,  বেশ কয়েকদিন আগে পদ্মা পারাপার হতে লঞ্চ বা স্পিডবোট উঠার সময় সে পড়ে যায় নদীতে। যদি কোনো শুভাকাঙ্ক্ষী খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা আশরাফুল আলম মিঠুকে চিনে থাকেন, তাহলে তার মৃত্যুর খবরটি পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানিয়েছে মাওয়া নদী বন্দরের পরিবহন পরিদর্শক ও মাওয়া নৌ পুলিশ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত