শিমুলিয়ায় স্পিডবোট ঘাটে কালেরকন্ঠের সাংবাদিকের সঙ্গে পুলিশ সদস্যের দুর্ব্যবহার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২২:৫০ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:১৪
পেশাগত দায়িত্ব পালনকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া স্পিডবোট ঘাটে গনমাধ্যম কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেছে লৌহজং থানায় কর্মরত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক। দৈনিক কালেরকন্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের সঙ্গে তর্কে জড়িয়ে প্রকাশ্যে অসৌজন্যমূলক আচরণ করেন মুন্সীগঞ্জ পুলিশ কোর্টে কর্মরত এএসআই সাইদুর রহমান সাঈদ। শনিবার শিমুলিয়া স্পিডবোট ঘাটে সংঘটিত এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে কালের কন্ঠ’র মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ খান পেশাগত দায়িত্ব পালনে শিমুলিয়া স্পিডবোট ঘাটে গিয়ে দেখতে পান বেশীরভাগ স্পিডবোটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রীদের পদ্মা পার করছে। অথচ দায়িত্বরত পুলিশের সামনে লাইফ জ্যাকেট ছাড়া এবং অতিরিক্ত যাত্রী নিয়ে স্পিডবোটগুলো ছেড়ে গেলেও অসাধু স্পিডবোট চালক ও শ্রমিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান সাঈদ বিআইডব্লিউটিএ’র সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতে পুলিশের দায়িত্ব কি জানতে চাইলে পুলিশের পোশাক দেখিয়ে উত্তেজিত হয়ে সাংবাদিক মাসুদ খানের সাথে র্দুব্যবহার ও অসৈজ্যমূলক আচরণ করে স্পিডবোট ঘাট থেকে চলে যেতে বলেন।
সাংবাদিক মাসুদ খান বলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আলোচনার পর দুপুরে বিষয়টি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আব্দুল মোমেনকে অবহিত করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ সুপার তার অধিনস্ত এক পুলিশ কর্মকর্তাকে অসৈজ্যমূলক আচরণের ঘটনায় জড়িত এএসআই সাইদুর রহমান সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ দেন।
লৌহজং পুলিশ ও সাংবাদিকরা জানান, পুলিশের ওই এএসআই নাম সাইদুর রহমান সাইদ মুন্সীগঞ্জ কোর্টে কর্মরত থাকলেও ঈদের ডিউটিতে তিনি শিমুলিয়া ঘাটে দায়িত্ব পালন করছিল। এ সময়ে নিজের কর্মস্থল গোপন করে লৌহজং থানার এএসআই পরিচয়ে স্পিডবোট মালিকপক্ষের সঙ্গে অনৈতিক সর্ম্পক তৈরী করেন। এর প্রেক্ষিতে লাইফ জ্যাকেট ছাড়াই অতিরিক্ত যাত্রী পারের বিষয়ে স্পিডবোটের চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিশ্চুপ ছিল। আর এ বিষয়টি সাংবাদিকরা বুঝে ফেলায় র্দুব্যবহার ও অসৌজ্যমূলক আচরণ করে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন।
এদিকে এ ঘটনায় মুন্সীগঞ্জের সাংবাদিক সমাজ বিষ্ময় ও ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের মুন্সীগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর পুলিশের পোশাক দেখিয়ে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এ ধরণের পুলিশ সদস্য কখনই মানবিক পুলিশ হতে পারে না। তার মধ্যে সততার অভাব রয়েছে। জেলা পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন করার সঙ্গে জড়িত পুলিশ সদস্যর বিরুদ্ধে পুলিশ সুপার ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত