শিবচরে সড়ক দূর্ঘটনার একজন নিহত
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১৫:৫৩ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২২:১০
মাদারীপুরের শিবচরে ,ঢাকা - খুলনা হাইওয়ে এক্সপ্রেস সড়কে বাসের ধাক্কায় আবদুস সালাম মাদবর নামের (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা - খুলনা হাইওয়ে এক্সপ্রেস , শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা মৃত্যু হয়। নিহত সালাম মাদবর সন্ন্যাসীর চর ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায় দুপুরে ১২ টার দিকে নিজ বাড়ির সামনে এক্সপ্রেস ওয়ে পাড় হচ্ছিলো সালাম মাদবর।এসময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে আশেপাশের লোকজন এগিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো: সাখাওয়াত হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত