শিবগঞ্জ মোকামতলায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
প্রকাশ: ২২ জুন ২০২২, ১৫:৫৭ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:২১
বগুড়া-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত এসি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের মোকামতলা গোল্ডেন চাইল্ড এডুকেশন কেজি স্কুলের সামনে ঘটনাটি ঘটে। আগুনে বাসটি পুড়ে ভস্মীভূত হলেও ভেতরে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
বাস যাত্রী জামিরুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিহনের স্ক্যানিয়া এই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মোকামতলা পৌঁছার পরপরই বাসে থাকা একটি এসি বিষ্ফোরণ ঘটে। এতে বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আমরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি।
বাসটি দিনাজপুর টার্মিনাল থেকে ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল বলেও জানান তিনি।
মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ভস্মীভূত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত