শিবগঞ্জ মহাস্থানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

   রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া)  প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ মে ২০২২, ২০:৪৪ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মাজার কেন্দ্রীক ওরসের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভা অনুষ্ঠিত হয়। মহাস্থান মাজার কমিটির আয়োজনে ও মাজারের সম্পাদক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে মাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভির হাসান, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি। এসময় উপস্থিত ছিলেন মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, আলমগীর হোসেন লালু প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত