শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্মী হত্যা মামলার আসামী সিআইডির হাতে গ্রেফতার 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১৩:৩৭ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০০:৫৫

বগুড়া শিবগঞ্জ‌ে ভাইয়েরপুকুর বাজারে চাঞ্চল্যকর পল্লী বিদ্যুৎ কর্মী আব্দুল হান্নান হত্যা মামলার মুল আসামী মোঃ সাজ্জাদুল প্রাং ওরফে ভোলাকে (৩২) কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ।

আটককৃত আসামী ভোলা শিবগঞ্জ আটমূল ইউনিয়নের কাঠগড়া গ্রামের মোঃ আছিরদ্দীন প্রাং এর ছেলে। বগুড়া সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে বাসা থেকে তাকে গ্রেফতার করেন ।

বগুড়ার শিবগঞ্জ থানার মামলা নং-১৮, ১১জুন/২২ খ্রিঃ ধারা বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২(১) তৎসহ ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ সূত্রে জানা যায়, অত্র মামলার এজাহার নামীয় আসামী মোঃ রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামী মোঃ আবু সাঈদ ভাইয়েরপুকুর বাজার সংলগ্ন তার বাড়িতে অবৈধ ভাবে বিদ্যুৎতের সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসের কর্মরত লোকজন গেলে তাদেরকে চোর চোর বলে চিৎকার করে কৌশলে এজাহার নামীয় আসামীগণ সহ অন্যান্য লোকজন মিলে নিহত আব্দুল হান্নান কে পিটিয়ে হত্যা করে ।

গ্রেফতারকৃত আসামীকে সিআইডি বগুড়ার একটি চৌকষ টিম কর্তৃক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত