শিবগঞ্জ উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৯:৩২ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র বলেছেন, তেলের মুল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মুল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এর কারণে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। জনগণের কাছে এ সরকারের জবাবদিহীতা নেই। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে দাঁড়িয়েছে বিএনপি। জনগণের পাশে দাঁড়িয়ে যখন কর্মসূচি পালন করা হচ্ছে সেখানে দলের দুই নেতাকে নিহত হতে হয়েছে। অল আউট আন্দোলন গড়ে সরকারের পতন ঘটানো হবে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক শিবগঞ্জ সোনালী ব্যাংক চত্বরে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে জ্বালানী তেল, পরিবহণ ভাড়া ও সকল দ্রব্য মূল্যবৃদ্ধি এবং ছাত্র নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা তিনি বলেন।  

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলহাজ্ব মোশারফ হোসেন এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইপুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, আব্দুস ছালাম, যুবদলের নেতা জাহাঙ্গীর আলম, খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জুয়েল, সরকার মুকুল, জেলা ছাত্রদল নেতা আবু হাসান, রিগ্যান, শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, মাষ্টার আব্দুর রাজ্জাক, ডা. স্বাধীন, আব্দুর রাজ্জাক, শফিকুল শাহীন মাষ্টার, হারুনুর রশীদ, পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম, মোঃ আব্দুল করিম, দুলু মাষ্টার, একেএম ইদ্রিস আলী, এম আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদল নেতা আনোয়ারুল মুকুল, খালিদ হাসান আরমান, আক্কাছ, রনি, পৌর যুবদল নেতা আবু শাহীন, হৃদয়,  বুলেট, সুজন, স্বেচ্ছা সেবকদল নেতা মাছুম, রনি, সোহেল, জুয়েল, মেহেদী, বারীক, কৃষকদলের দুলু, জহুরুল, শ্রমিকদলের রেজাউল, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মহিলাদলের মিনারা, ছাত্রদলের বিপুল, মীর মুন, আল আমিন, তারেক মিলু, সাদ্দাম হোসেন, বাঘ মোস্তফা কামাল প্রমূখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত