শিবগঞ্জে ২টি রাস্তা এইচবিবি করণ উদ্বোধন 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ  

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৮:১৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা  ইউনিয়নের চান্দইর ফারুকের বাড়ি হইতে শরিফুলের বাড়ি অভিমুখে ( ৫০০ মিটার) এবং কিচক ইউনিয়নে খামটাহাট পাকা রাস্তা হইতে মাদারগাছী বায়তুল কারীম জামে মসজিদ অভিমুখে (৫০০ মিটার) রাস্তা এইচবিবি  উদ্বোধন করা হয়েছে।   

২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এই দুইটি কাজ উদ্বোধন করেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।  পরে এক সুধী সমাবেশ  ময়দানহাট্টা  ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডলের  সভাপতিত্বে   অনুষ্ঠিত হয়।  সুধী সমাবেশে প্রধান অতিথি ছাড়ার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সভাপতি মোস্তাফিজার বাদশা, সাধারণ সম্পাদক এরফার আলী, জেলা যুব সংহতির  সদস্য সচিব হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইয়াকুব আলী মন্ডল, জেলা যুব সংহতির যুুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, রাখেল পাখি, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোকাররম হোসেন খোকন প্রমূখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত