শিবগঞ্জে সচেতনতামূলক অভিযান ও মাস্ক বিতরণ 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৪১ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:০০

বগুড়া শিবগঞ্জে কোভিড- ১৯ প্রতিরোধে  সরকারি বিধিনিষেধ প্রতিপালনে সচেতনতামূলক অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

  শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ  করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  উম্মে কুলসুম সম্পা।  এ সময় মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য জনসচেতনতার বাড়ানোর পাশাপাশি ৫ জনকে ৫০ টাকা করে জরিমানা করেন আদালত।  

নির্বাহী হাকিম উম্মে কুলসুম সম্পা জানান, চলাচলে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। কোভিড-১৯ প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে।

এ ছাড়াও শিবগঞ্জ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সচেতনতায় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহারের লক্ষ্যে মাইকিং করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত