শিবগঞ্জে মোকামতলা হাটের অবৈধ স্থাপন উচ্ছেদ করলেন ইউএনও 

  রশিদুর রহমান রানা   শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৯:৩৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাটের ৫টি অবৈধ দোকান ঘর ভেঙ্গে দিয়ে হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ অভিযান পরিচালনা করেন। 

মোকামতলা হাটের মাংসপট্টি এলাকায় হাটের ইজারদার ও তার সহযোগিরা অবৈধভাবে রাতে আধারে ঐ দোকান ঘরগুলো নির্মাণ করেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি ৫টি ইট দ্বারা নির্মিত  দোকান ঘর ভেঙ্গে দেন।

দোকান ঘর উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরকারি হাটের জায়গায় সাধারণ মানুষ উন্মুক্ত ভাবে হাট-বাজার করবে, কিন্তু কতিপয় লোক অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করায় ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ হাটের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”। 

অভিযান চলাকালীন সময়ে  মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত