শিবগঞ্জে মোকামতলা ইউনিয়নে সবুজ চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১০:১৪ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৮
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আহসান হাবিব সবুজ নৌকা মার্কা নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৫ জানুয়ারি (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে ৮২ টি বুথে ২৩ হাজার ২শ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে চেয়ারম্যান পদে আহসান হাবিব সবুজ নৌকা প্রতীকে নিয়ে ৮৯৯০ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ সরকার অটোরিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৪৫৬০, অন্যান্য স্বতন্ত্র প্রার্থী রবিউল হাসান মাসুদ টেলিফ্যান ভোট পেয়েছেন ১৩৭৫, মোঃ আওলাদ চৌধুরী আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৮০৯, আব্দুল মালেক আকন্দ মটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৩৯, আবু সুফিয়ান চশমা প্রতীকে ভোট পেয়েছেন ১৪৩, জাকির হোসেন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১৮৩, ইসলামী আন্দোলন সাইফুল ইসলাম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৪২৪।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত