শিবগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ২০ জুন ২০২২, ১৯:২৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:১০
বগুড়া শিবগঞ্জে মাকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এর সহযোগিতায় উপজেলা হাফিজার রহমান অডিটোরিয়ামে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। প্রধান অতিথি হিসেবে ভ্যাচুয়ালে কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, থানা পুলিশ পরিদর্শক হাসমত-উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহিদ সহ ১২টি ইউনিয়নের সচিব, কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত