শিবগঞ্জে ব্যবসায়ী ও সমাজ সেবক ইন্নার মৃত্যুতে জাতীয় পার্টির  শোক  

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১৭:২৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯

বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপির ছোট ভাই ও মরহুম আজিম উদ্দিন প্রামানিকের ছেলে মহাস্থান আকন্দ পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম ইন্না (৬৮) করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার রাত সাড়ে ৯ টায় বগুড়া শজিমেকে ইন্তেকাল করেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তিনি স্ত্রীএকছেলে,তিনমেয়ে সহ বহু আত্মীয়স্বজন,গুনগ্রাহী রেখে যান।  বৃহস্পতিবার  বাদজোহর মহাস্থান হযরত শাহসুলতান বলখী (রঃ)র  মাযার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা পূর্ব মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রা‌খেন মরহুমের বড় ভাই এমপি আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ ও মহাস্থান মাযার মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ ইমদাদুল হক। স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে সংক্ষিপ্ত পরিসরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-২ শিবগঞ্জ  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি আহবায়ক এমপি পুত্র হুসাইন শরীফ সঞ্চয়, সদস্য সচিব শেখ ফজলুল বারী,ছাত্র সমাজের আহ্বায়ক গোলাম মোস্তফা,  সচিব মোকারম হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক আবু জুবায়ের সুমন, রেজাউল করিম রেজা, জিহাদ হাসান আলামীন, মিনারুল ইসলাম, শিবগঞ্জ পৌর শাখার আহ্বায়ক দিপ্ত কুমার রনো, সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, শিবগঞ্জ এম এইচ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি এস এম সাব্বির হোসেন,  ছাত্র সমাজ নেতা জিহাদ হাসান, তিতু, আঃ রহমান সহ শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।

শোক বার্তায় বলা হয়, “আমার মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন”।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত