শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল
প্রকাশ: ১ মে ২০২২, ১২:৩০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ এর আয়োজনে ইফতার মাহফিল ও শিবগঞ্জের কৃতি সন্তানদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য পুষ্টি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী এম.আর মানিক এর সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ পরীক্ষা নিয়ন্ত্রক ইউসুফ মন্ডল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজানুল হক, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক ফুয়ারা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. ফারাহ তাবাস্সুম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ মাসুদ রানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. রেজানুল হক কনক, ম্যারিকো বাংলাদেশ সহকারী ম্যানেজার আব্দুল মোমিন, গাইবান্ধা পলিটেকনিক্যাল ইন্সটিটিউট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রো বায়লোজি এন্ড হাইড্রজেন বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাফী, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসকুরুল আলম, রাজশাহী শাহ মকদুম কলেজ ভূগোল বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক, হাজী মোহাম্মাদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাসেল আহমেদ, সংগঠনের ছাত্র উপদেষ্টা এশিয়ান পেইন্ট টেরিটরি ম্যানেজার শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার কৃতিসন্তানদের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত প্রায় ২শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত