শিবগঞ্জে বিক্ষিপ্ত সংঘর্ষে মধ্য দিয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ২১:৪৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:০১

বগুড়ার শিবগঞ্জে  বিক্ষিপ্ত সংঘর্ষ   ককটেল বিস্ফোরণ মধ্যে দিয়ে  মোকামতলা ইউনিয়ন  পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহত ৩, নৌকা প্রার্থী সবুজ চেয়ারম্যান প্রার্থী প্রায় ৮৯৯০ ভোট  পেয়ে নির্বাচিত। 

৬ষ্ঠ ধাপে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহনের সময় ভোটারদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। ৯টি ভোট কেন্দ্রে ৮২ টি বুথে মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৮শত ৭০ জন।   বুধবার সকাল অনুমান ১১ ঘটিকার দিকে মুরাদপুর ভোট কেন্দ্রের বাহিরে ধাওয়া পাল্টা ধাওয়া  ও ৫/৮ টি ককটেল বিস্ফোরিত হয় ও ১টি দোকান ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  এসময় গ্রামবাসী ও বহিরাগত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  এ ঘটনায় মুরাদপুর গ্রামের মিছির উদ্দিন এর ছেলে আব্দুল গফুর (৪২), মুরাপুর গ্রামের সোহেল (৩০)। 

অপরদিকে গনেশপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১টার সময় বহিরাগত লোকজন মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দোয়েল (৩৬)  নামের এক যুবক ছুরিকাঘাত হয়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপরদিকে পারআঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর সাথে  কথা বললে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    নৌকার প্রার্থী আহসান হাবিব সবুজ ৮৯৯০ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল লতিফ সরকার অটোরিকশা  ভোট পেয়েছে ৪৫৬০টি, আব্দুল মালেক আকন্দ মোটরসাইকেল পেয়েছে  ৩৭৩৯, আওলাদ চৌধুরী আনারস পেয়েছে ২৮০৯, মাসুদ রানা  টেবিল ফ্যান পেয়েছে ১৩৭৫ ভোট

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত