শিবগঞ্জে বসত বাড়িতে হামলা গৃহবধুকে মারপিট থানায় অভিযোগ

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২১ জুন ২০২২, ২০:২১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭

বগুড়ার শিবগঞ্জে দৃর্বৃত্ত কর্তৃক বসত বাড়িতে হামলা, গৃহবধকে মারপিট, থানায় অভিযোগ। জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার নাটমরিচাই কালিপাড়া গ্রামে ব্যবসায়ী আবু তায়েব এর বসত বাড়িতে একই গ্রামের মৃত: আব্দুস ছাত্তার এর ছেলে আমিরুল ইসলাম  গতকাল সোমবার ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে অতর্কিত  হামলা চালায়। এসময় হামরাকারীরা বসত বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটতরাজ করে নগদ অর্থ সহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। একপর্যায়ে হামলাকারীরা তায়ের স্ত্রী আঞ্জুয়ারাকে বেধরক মারপিট করে, নির্বিঘ্নে পালিয়ে যায়। 
 
এব্যাপারে ব্যবসায়ী তায়েব আলীর সাথে কথা বলে, তিনি বলেন, আমিরুল ইশলাম সহ তার ভাড়াটিয়া লোকজন আমার বসত বাড়িতে হামলা চালিয়ে নগদ ৩ লক্ষাধিক টাকা ও বাড়ির আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীরা এলাকার সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করেছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত