শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৪ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:২০
বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জোরপ‚র্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক সেনাবাহিনী সদস্যের বিরুদ্ধে। এঘটনায় ধর্ষিতার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সেনা সদস্য সে উপজেলার সদর ইউনিয়নের চাঁদনিয়া গ্রামের নবাব আলী (অরফে) লবের পুত্র সোহেল রানা (২৪) বলে জানা গেছে। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় সোহেলর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানা মামলার বিবরণে জানা গেছে, সেনা সদস্য সোহেল রানা প্রথমে ওই প্রবাসীর স্ত্রীর মোবাইল নাম্বার সংগ্রহ করে। অতঃপর ফেসবুক একাউন্ট নিশ্চিত করে ওই নারীকে নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কখনো বা প্রেমের প্রস্তাব আবার কখনো বিয়ের প্রস্তাব। আবার অনৈতিক কাজেরও প্রস্তাব নিবেদন করত। তার এধরণের প্রস্তাবে ওই নারী সাড়া দেইনি। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট বিকেলে প্রবাসীর স্ত্রী ওই নারী তাঁর ব্যবহারিত মোবাইল ফোন মেরামত উদ্দেশ্যে শিবগঞ্জের নিমতলা এলাকা যায়। সেখানে অঙ্গসাজ টেইলার্স এর সামনে দিয়ে যাওয়ার পথে সোহেল রানা একটি মোটর বাইক নিয়ে এসে তাঁকে জোরপ‚র্বক ওই বাইকে বসে নিয়ে রায়নগর এলাকায় যায়। রায়নগর সোহেল তার চাচাতো বোনের বাড়িতে ওঠেন। ওই বাড়িতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে জোরপ‚র্বক সোহেল তাঁকে ধর্ষণ করে। আর এ কাজে সহযোগিতা করে সোহেল রানার ভাগিনা রবিউল ইসলাম (২৫)। ধর্ষণ শেষে সোহেল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর বাবার বাড়ি শিবগঞ্জ পৌরসভার সামনে ফেলে সুকৌশলে চলে যায়।
এ বিষয়ে সোহেলের সাথে যোগাযোগের চেষ্টা করতে তার পরিবারের সাথে কথা বলতে গেলে তাঁরা সোহেলের বিষয়টি এড়িয়ে চলেন। এঘটনায়ওই ধর্ষিতার অসহায়, গরীব মা-বাবা বিচারের দাবিতে প্রশাসেন নিকট অনুরোধ জানিয়েছেন। মেয়ের বিচার না পেলে হয় তো স্বামীর বাড়িতেও তার আশ্রয় হবে না। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন বলেন, আসামী সেনাবাহিনীতে চাকুরী করে। সে বর্তমানে পলাতক। তদন্ত করে তাঁকে দ্রুত আটক করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত