পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:১২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান 'হ্যানলি অ্যান্ড পার্টনার্স' এর করা ২০২১ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর প্রতিষ্ঠানটি র্যাংকিং প্রকাশ করে।
গত ৫ জানুয়ারি হ্যানলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৮তম থাকলেও ২০২১ সালের সূচকে তিন ধাপ অবনমন হয়ে তা এখন ১০১তম; যা ২০০৬ সালের পর সর্বনিম্ন অবস্থান।
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। শীর্ষে থাকা জাপানের পাসপোর্টের ক্ষেত্রে এই সংখ্যাটা ১৯১ দেশ। তালিকায় ইরানের সঙ্গে যৌথভাবে ১০১তম অবস্থানে থাকা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। অবশ্য গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশকে ভিসামুক্ত সুবিধা দেওয়া দেশের সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি।
মালদ্বীপ ৮৫ দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল সুবিধা পায়। দেশটির অবস্থান ৬২তম। ৫৮ দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল ভ্রমণের অনুমতি থাকা ভারতের অবস্থান ৮৫তম । ভুটান ৯০, শ্রীলঙ্কা ১০০, নেপাল ১০৪, পাকিস্তান ১০৭ ও আফগানিস্তান রয়েছে বিশ্বে সবার নিচে; ১১০তম অবস্থানে ।
মূলত ভিসা ছাড়াই একটি পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করেই এই সূচক তৈরি করা হয় ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত