শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১৬:২১ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে শতাধীক প্রতিবন্ধী পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রাদান করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া খাদ্য সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু ও লবন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আ’লীগ সভাপতি আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, পিরব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমূখ। প্রধানমন্ত্রি মানবিক সহায়তার বিষয়ে শিবগঞ্জ শতদল প্রতিবন্ধী সংস্থার সভাপতি কহিনুর বলেন,, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা মনে রেখে যে ত্রাণ সহায়তা দিয়েছেন তাতে আমরা খুশি এবং সন্তোষ প্রকাশ করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত