শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আহত একজন, থানায় অভিযোগ
প্রকাশ: ১৩ জুন ২০২২, ২০:১৩ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৫২
বগুড়ার শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের মারপিটে এক তরুণী আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল বাকসন গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঐ তরুনীর নাম সিদরাতুল মুনতাহা সে আহত হয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সে ঐ গ্রামের আফজাল হোসেনের মেয়ে। প্রতিকার পেতে সিদরাতুল মুনতাহা এর মা মাহমুদা বেগম থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঐ এলাকার তারেক, ফারুক মন্ডল, জালাল, জহুরা বিবি, তারা বিবি ও মতিয়ার রহমানের সাথে আফজালের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার আফজাল তার বসতবাড়ির মাপযোগের এক পর্যায়ে তারেকগং বিনা কারণে মারপিট শুরু করে। এতে ঐ তরুণী গুরত্বর আহত হয়।
এবিষয়ে তরুনীর মা অভিযোগ করে বলেন, আমার ছেলে সন্তান না থাকার কারণে আমাদের জমাজমি অবৈধভাবে দখল করার জন্য তারা এমন হামলা করেছে।
শিবগঞ্জ থানার এসআই নাজিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগও পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত