শিবগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১৫:৪৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল গভীর রাতে উপজেলার মহাস্থান  পাথরপট্টি ও শালবাগ এলাকায় পুলিশ অভিযান পরিচালন করে। আটকৃতরা হলেন,  সাহেব আলী, কদম আলী ও রতন। 

পুলিশ সূত্রে জানা যায়,  বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়  ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস (পিপি এম) এর নেতৃত্বে ০২ এপ্রিল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  শিবগঞ্জ থানা এলাকায়  থানা পুলিশ ফোর্স মহাস্থান গড়ের শালবাগান ও পাথরপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে  পাঁচ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃতরা হলেন, সাহেব আলী, কদম আলী ও রতন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত