শিবগঞ্জে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১৮:৪৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:১২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন। ২৯ আগস্ট মঙ্গলবার ২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগতা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু , মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজজান,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আবু জাফর মন্ডল, এবিএম শাহজাহান চৌধুরী, মুহিদুল ইসলাম, আব্দুল মোত্তালিব, মোল্লা,আসিফ মাহমুদ মিল্টন, চঞ্চল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত