শিবগঞ্জে জাপা চেয়ারম্যানের ও তার সহধর্মিণীর রোগ মুক্তি কামনা দোয়া অনুষ্ঠিত

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১৯:২০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:০৮

বগুড়া শিবগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এম,পি ও তার সহধর্মীনী শেরিফা কাদের  করোনায় আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া খায়ের  অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  বাদ আছর শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও উপজেলা যুব সংহতির আয়োজনে দলীয় কার্যালয়ে এই বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর নিকট তাদেরসহ করোনা আক্রান্ত  সকল জাতীয় পার্টির নেতাকর্মীদের  সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়,  উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, মাঝিহট্র জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব  নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ  বকুল, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, কিচক জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নবিবুর রহমান, জাপা নেতা আফজাল হোসেন, নজরুল ইসলাম বাসু,  জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক শেখ ফজলুর বারী, উপজেলা জাতীয়  ছাত্র সমাজর ভারপ্রাপ্ত আহবায়ক  রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোকারম হোসেন খোকন, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, ছাত্রনেতা আইনুর, আলমগীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত