শিবগঞ্জে কৃষকের জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ

   রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ১৮:২৬ |  আপডেট  : ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের বসত বাড়ির জায়গা জোরপূর্বক ঘর নির্মাণ করার অভিযোগ। থানার অভিযোগ সূত্র জানা যায়,   উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত মোয়াজ্জেম এর ছেলে কৃষক গোলজার এর পৈত্রিক সূত্রে প্রাপ্ত গুজিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৩ শতক জায়গায় গুজিয়া বন্দরের প্রভাবশালী  মিজু  ও চক গোপাল মাঝপাড়া গ্রামের খোকা মিয়া একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে  উল্লেখিত জায়গায় জোরপূর্বক ভাবে বাড়ি নির্মাণ করতে থাকে। তাদের কাজে বাঁধা প্রদান করলে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে ও বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করে। দিশকুল না পেয়ে কৃষক গোলাজার রহমান গতকাল সোমবার শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গোলজার রহমান বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির যাবতীয় কাগজপত্র আমাদের নামে রয়েছে।তিনি আরো বলেন, গুজিয়া বাজারের বর্তমানে জমির মূল্য বৃদ্ধি হওয়ার কারণে  প্রতিপক্ষ জোরপূর্বক ভাবে উক্ত জমিতে বসত বাড়ি নির্মাণ করার চেষ্টা করছে।  

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত