শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ
প্রকাশ: ২২ জুন ২০২২, ১৯:২৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীস্মকালীন পিঁয়াজ ও রোপা আমন প্রদর্শনীর উপকরন বিতরণ উপলক্ষে আলোচনা সভা কৃষি অফিস সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, সহকারি কৃষি অফিসার রাফিউল ইসলাম, তাহসিন আলী, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রফিকুল ইসলাম, পলাশ কুমার, উপজেলা কৃষলীগ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মাস্টার প্রমুখ। উপজেলা কৃষি অফিসার জানান, এ কর্মসূচির আওতায় ৫শ ৫০জন কৃষক বিনামূল্যে কৃষি প্রণোদনা সুবিধা পাবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত