শিবগঞ্জে কলা বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১৯:২০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৩

বগুড়ার শিবগঞ্জে কলাবাগান থেকে সাইদুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে মালাহার-শিবগঞ্জ সংযোগ সড়কের দক্ষিণ  পার্শ্বে মাঝপাড়া কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক চকপাড়া গ্রামের তবিবর রহমান এর ছেলে বলে জানা যায়। শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানী লোকজন মাঝপাড়া কলা বাগানের ভিতরে  মরদেহ দেখতে পেয়ে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  মরদেহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এসময় ঘটনাস্থল থেকে  একটি মোবাইল ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।   শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, রশি বাঁধা অবস্থায় কলাবাগান থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে  প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে হত্যার করে কলা বাগানের ভিতরে ফেলে রেখে যায়। তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত