শিবগঞ্জে এনিমেল হেলথ অর্গানাইজেশনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১৬:১২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১১

বগুড়ার শিবগঞ্জে “এনিমেল হেলথ অর্গানাইজেশন শিবগঞ্জ” এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শনিবার দুপুরে উপজেলার আমতলি বন্দরে টেকনো ড্রাগর্স এর মেডিকেল প্রমোশন অফিসার আব্দুল হাকিমের সভাপতিত্বে এনিমেল হেলথ অর্গানাইজেশন শিবগঞ্জ এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সর্বসন্মতিক্রমে টেকরো ড্রাগর্স এর মেডিকেল প্রমোশন অফিসার আব্দুল হাকিমকে সভাপতি, নাভানা ফার্মার মেডিকেল প্রমোশন অফিসার আব্দুর রউফকে সাধারণ সম্পাদক ও রালস্ এগ্রোর মেডিকেল প্রমোশন অফিসার একরামুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে নুরুল হককে সহ-সভাপতি, সুমন হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, শামিন হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মুনজিল্লুর রহমানকে কোষাধ্যক্ষ, মিলন হোসেনকে সহ-কোষাধ্যক্ষ, শাহরিয়ারকে প্রচার সম্পাদক, আকতারুজ্জামানকে ক্রীড়া সম্পাদক, আমিনুল ইসলামকে ধর্মীয় সম্পাদক, মামুন হাসানকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন কার্য নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, ফয়সাল হোসেন, মিল্লাত হোসেন, আরিফুল ইসলাম, সানোয়ার হোসেন প্রমূখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত