শিবগঞ্জে  উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি জিন্না'র পুত্র 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) 

প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৯:০৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:৪০

একজন সাংবাদিকের মাটির তৈরী পুরাতন ভেঙ্গে যাওয়া ঘর ইট দিয়ে তৈরীর উদ্যোগ নিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ৩৭, বগুড়া, শিবগঞ্জ-০২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্না'র পুত্র শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির সদস্য, তরুন সমাজ সেবক হুসাইন শরীফ সঞ্চয়। 

সম্প্রতি প্রবল বর্ষণে বগুড়ার স্থানীয় দৈনিক মুক্ত জমিন পত্রিকার শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা উপজেলার বিল হামলা নয়া পাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান এর মাটির তৈরী ঘর ভেঙ্গে পড়ে যায়। এতে সাংবাদিক আব্দুর রহমান তাঁর স্ত্রী, সন্তানদের নিয়ে চরম বেকায়দায় পড়েন। আর্থিক অনটনের কারনে ভেঙ্গে যাওয়া বাড়ি নির্মাণ করাও তাঁর জন্য দূরহ হয়ে পড়ে। এ খবর স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।  

বিষয়টি নজরে আসে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান গ্রামের  তরুণ সমাজ সেবক হুসাইন শরীফ সঞ্চয়ের। তিনি ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আব্দুর রহমানের বাড়ি পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এরপর তিনি ওই সাংবাদিকের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমান ইট, সিমেন্ট, বালি ও নির্মাণ শ্রমিক পাঠিয়ে ঘর নির্মাণকাজ আরম্ভ করেন। এমন মহৎ কাজে এগিয়ে আসায় এমপি পুত্র হুসাইন শরীফ সঞ্চয়কে সাদুবাদ জানিয়েছেন সমাজের নানা পেশার মানুষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত