শিবগঞ্জে ইউএনও'র রোগ মুক্তি কামনায় বিহার ইউপি চেয়ারম্যানের উদ্যোগে দোয়া মাহফিল

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২০:৩৩ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা করোনায় আক্রান্ত হওয়ায় শিবগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক বিহার ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম এর ব্যক্তিগত আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের আশু রোগ মুক্তি কামনা করে বিহার বাজার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য দুলাল শেখ, অমিত হাসান, ইউপি সদস্য বজলার রহমান, মোখলেছার রহমান, সায়েদ আলী, স্থানীয়দের মধ্যে বেলাল হোসেন, মাজেদ আলী, হায়দার আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন  প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত