শিবগঞ্জে  আলহেরা মডেল মাদ্রাসার উদ্বোধন 

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬

বগুড়া শিবগঞ্জ আমতলীতে আলহেরা মডেল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।  শনিবার ( ৩০ নভেম্বর) এ-উপলক্ষ্যে  আলোচনা সভা ও দোয়া মাহফিল আমতলী মডেল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  বক্তব্যে রাখেন বগুড়া জামিল মাদরাসার সহকারী পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি আতা উল্লাহ নিজামী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অফ দা হলি কুরআনের প্রিন্সিপাল ও আলকাবা হজ্জ গ্রুপ এর চেয়ারম্যান  শায়েখ মোস্তফা আল মাদানী,টঙ্গী জামিয়া কোরআনিয়া আরাবীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি আব্দুল হান্নান শেখ, বাংলাদেশ বেতারের ধর্মীয় আলোচক চাঁনপাড়া সেন্ট্রাল শাহী জামে মসজিদের খতিব(উত্তরা ঢাকা) মুফতি মাকসুদ আল মাসউদ (আযমী)। এসময় উপস্থিত ছিলেন আমতলী মডেল স্কুলের পরিচালক মীর মহরম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, হাফেজ মাওঃ  শোয়াইব আহমেদ, হাফেজ মাওঃ মুফতি মোস্তফা কামাল প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত