শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তাসনিমুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আপেল মাহমুদ, আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ পারভেজ। 

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মী,ফায়ার সার্ভিসের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত