শিবগঞ্জে আওয়ামীলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৯:১৪ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০৪:২৫

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা সাপ খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।  

 শনিবার সকাল ১১ টায়  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের নেতৃত্বে  বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালীতে শোভা পায় হাতি,ঘোড়া গাড়ী, গ্রামীণ বাদ্যের তালে ঐতিহ্যবাহি লাঠি খেলা। 

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন,নিজস্ব অর্থায়েনে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। এই সেতু নির্মাণের ফলে উত্তরাঞ্চল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ দ্রুত রাজধানী ঢাকার সঙ্গে যোগযোগ ব্যবস্থার উন্মোচন ঘটলো । তিনি বলেন যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের উন্নয়ন ঘটবে। 

র‌্যালী শেষে বেলা ১২টায় বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামীলীগ নেতা ও কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নামজমুল কাদির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়  প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক, ইঞ্জিঃ আঃ মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, সোহেল আক্তার মিঠু, জেলা পরিষদের সাবেক সদস্য মারুফ রহমান মঞ্জু,পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, সাহবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, উপজেলা যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, খ.ম শামীম, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, মাজেদা বেগম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, আসিফ মাহমুদ মিলটন, আবু জাফর, সাবেক কৃষক লীগ নেতা আব্দুল করিম,  উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান,  উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকল, আবু রায়হান, রাকিব সহ উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত