শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ২১:০৭ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে অবৈধ ভাবে সার মজুদ করায় মেসার্স জাকির ভান্ডার এর স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারায়, ৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকুত সারের আনুমানিক মূল্য ৭ লক্ষ ১০ হাজার টাকা। পরে মজুদকৃত সার ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকের নিকট বিক্রি করা হয়।
নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা জানান, অবৈধভাবে ইউরিয়া সার মজুদ রাখায় এ জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের তদারকি অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত