শিবগঞ্জের বিলহামলা হাট সুষ্ঠুভাবে পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ  

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ২০:১৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ঐতিহাসিক বিলহামলা হাট সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে এলাকার জনসাধারণকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল বুধবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক বিলমলা হাট ইজারাদার ও বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার আব্দুল মতিন সরকার। এসময় আরো থেকে  বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কমিশনার আমিনুর ইসলাম, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক ঠান্ডা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক মেম্বার আফজাল হোসেন সহ এলাকার অসংখ্য জনসাধারণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত