শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যেকটা শ্রেণিকক্ষে স্প্রে-ফগিং করা হবে
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪০
দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে। আবার যেন প্রাণ ফিরে পাবে স্কুলের রুম-খেলার মাঠ।
এই মহামারি করোনাকালে আবার বেড়েছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাও। আর তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগেই ছিটানো হবে মশার ওষুধ, চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা শ্রেণিকক্ষে স্প্রে ও ফগিং করা, খেলার মাঠসহ ছাদ এবং চারপাশ পরিষ্কার করা হবে। টয়লেট বা অন্য কোথাও পানি জমে থাকলে লার্ভিসাইডিং করা হবে।
শুক্রবার রাজধানীর উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ সময়ের প্রস্তুতি দেখতে ও চলামান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সব মিলিয়ে মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্যক্রম শুক্রবার শেষ হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণটিকা দেওয়া হচ্ছে সেগুলোতে শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে পাঠদান করতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত