শাহবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক নারীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১৪:৫২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭

রাজধানীর শাহবাগে সাভার পরিবহনের বাসের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সেলিম এসব তথ্য জানান।  

তিনি বলেন, ‘আজিজ সুপার মার্কেটের অদূরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বর্হির বিভাগের সামনে সাভার পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কায় দেয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসটিকে জব্দ, চালক-হেলপার দুজনকে আটক করা হয়েছে বলেও জানান এসআই।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত