শান্তিরক্ষা মিশনে অন্যতম দাতা বাংলাদেশ: আন্তোনিও গুতেরেস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৯:১৫ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ০৬:৫২

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, শান্তিরক্ষা মিশনে অন্যতম দাতা বাংলাদেশ। শুক্রবার ( ২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, গত ৫ দশকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণে এখন অনেকের থেকে এগিয়ে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অন্যতম সেনা দাতা দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা অতুলনীয়।

এছাড়াও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত দেখিয়েছে। যেকোন বিপর্যয়ে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত