শাজাহানপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১২:০৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৭
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর ব্যক্তিগত অর্থায়নে ৭’শ জনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে সংখ্যালঘুদের হাতে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেন উপজেলা চেয়ারম্যান ছান্নু নিজেই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন বাবলু, নজরুল ইসলাম, মাহফুজার রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, প্রচার সম্পাদক আসাদুজ্জামান অটল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত