শাজাহানপুরে পানিবন্দি আশ্রায়ণ প্রকল্পের ঘর চরম দুর্ভোগে উপকারভোগীরা 

  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩, ১৯:২৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:৫৬

বগুড়ার শাজাহানপুরে মুজিববর্ষে নির্মিত আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। এর ফলে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে উপকারভোগীরা। লাগাতর বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের।    

জানা গেছে, শাজাহানপুর উপজেলা প্রশাসন অপরিকল্পিত ভাবে উপজেলার আড়িয়া ইউনিয়নের পলিপাড়া গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী বিশেষ উপহারের ১ম পর্যায়ের ৯টি ঘর নির্মাণ করে। তবে এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করা নিয়ে স্থানীয়রা ও উপকারভোগীরা শুরু থেকেই আপত্তি জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, জায়গাটি উচুঁ না করে ঘর তৈরি করা হয়েছে। সামান্য বৃষ্টিতেই ঘরগুলো পানিবন্দি হয়ে পড়বে। চরম দুর্ভোগ পোহাতে হবে। তবুও উপজেলা প্রশাসন ঘরগুলো নির্মাণ করে। 

আজ শুক্রবার সকালে সরেজমিনে আশ্রায়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ঘরের ভিতর এক হাটু সমান পানি। উপকারভোগীরা কোমর বেধেঁ ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন। গত বৃহষ্পতিবার সন্ধার দিকে তারা পানিবন্দি হয়ে পড়েন। রাতে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পানি নিস্কাশন না হওয়া পর্যন্ত তাদের এ দুর্ভোগ পোহাতে হবে। 

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুফিয়া বেগম বলেন, এ দুর্ভোগ আমাদের নতুন না। এর আগেও কয়েকবার পানিবন্দি হয়ে পড়েছিলাম। বিষয়টি ইউএনও চেয়ারম্যানরা জানে। কেউ কোন ব্যবস্থা করে না। থাকার জায়গা না থাকায় বাধ্য হয়ে সকল সমস্যা মেনে নিয়ে এখানেই থাকতে হয় আমাদের। 

হুজুর আলী নামের আরেক বাসিন্দা বলেন, একটু বৃষ্টিতে ঘরের ভিতর পানি ঢুকে পড়ে। ঘরের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে ঘরগুলো চরম হুমকির মধ্যে রয়েছে। যে কোন সময় ঘরগুলো ধসে যেতে পারে। উপজেলা প্রশাসনকে বার বার বলার পরও কোন পদক্ষেপ নেয়নি। কপাল গরীব। তাই কস্ট করে এখানেই মরছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত