শাজাহানপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫০ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫

শনিবার বগুড়ার শাহজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গাপূজা উৎসব এর শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা মহসিন আলী, পল্টু, আমিনুর, চান মিয়া, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, যুবদল নেতা তাজু, মিজানুর রহমান, পেস্তা, ইউনুছ আলী হলুদ,স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ, সিহাব, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রবি, রবিউল ইসলাম, বক্কর, আহাদ, আশিক, সাজাদুল, মোফাজ্জল, নাজিবুর, দুলাল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর, কৃষকদল নেতা জাহিদুলসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং পূজা কমিটির মধ্যে অমল কুমার, তাপস কুমার প্রমূখ।

এছাড়াও সাবেক এমপি লালু শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে প্রতিটি দুর্গাপূজা মন্ডপ গুলোতে নগদ ১০থেকে ১৫হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত