শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১৯:০৯ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৬

শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন-এর তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। প্রধান অতিথি শিশুদের সাথে কেক কাটেন ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শিশুদের মাঝে উপহার বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহিদ শংকু সমজদারের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আবু বকর সিদ্দীক ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্কুলের প্রতিষ্ঠাতা উমর ফারুক। প্রতিষ্ঠানটির যৌথপ্রতিষ্ঠাতা ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক মোঃ শাহ আলম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমি। প্রতিষ্ঠান প্রধান আফিফা ইশরত চেতনার সঞ্চালনায় অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষক রওজাতুন নাহার প্রেমার সঞ্চালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত