শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ: ওবায়দুল কাদের
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ১৪:৫৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮
বিএনপি যে চারটি শর্ত দিয়েছে সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে আগে শর্ত প্রত্যাহার করতে হবে। আর শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগের আগ্রহ নেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যদি শর্ত প্রত্যাহার করে তখন আমরা চিন্তাভাবনা করে দেখব। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’
প্রধানমন্ত্রীর পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনের পদত্যাগে যে দাবি বিএনপি করেছে, তা বাস্তবায়ন অসম্ভব। প্রধানমন্ত্রী যদি মনে করেন, নির্বাচনকালীন সরকার দেয়া দরকার সেটা তার এখতিয়ার বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে এই শর্তগুলো দেয় দলটি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত